রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত পদচারী সেতু

চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত পদচারী সেতু

চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত পদচারী সেতু। শুক্রবার থেকে পর্যটকদের জন্য সেতুটি উন্মুক্ত করে দিয়েছে মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। দুই পাহাড়ের মধ্যে সংযোগকারী সেতুটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ১০০ মিটারের বেশি। লম্বায় ৭২১ মিটার ২ হাজার ৩৬৫ ফুট, যার কারণে তার নাম হয়েছে স্কাই ব্রিজ ৭২১। চেক প্রজাতন্ত্রের ঝুলন্ত সেতুটি বর্তমান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী নেপালের বাগলুং পর্বত পদচারীর সেতুর চেয়ে লম্বায় ১৫৪ মিটার বেশি    -সিএনএন

সর্বশেষ খবর