সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার হুমকি পাত্তা দিল না ফিনল্যান্ড

ন্যাটোতে আবেদন বুধবারই

রাশিয়ার হুমকি পাত্তা দিল না ফিনল্যান্ড

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সান্না মেরিন গতকাল পার্লামেন্টে -এএফপি

রাশিয়া দাবি করছে ন্যাটোর সম্প্রসারণ রুখতেই তারা ইউক্রেনে হামলা চালিয়েছে। সেই যুদ্ধ চলছে আড়াই মাস। এর মধ্যেই এবার ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই বসল, তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোতে যোগ দিতে চায়। গতকাল ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে ইউক্রেন উত্তেজনার মধ্যে ৩০ সদস্যের সামরিক জোট ন্যাটোর পরিধি বাড়ার পথ খুলে গেল। প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সান্না মেরিন যৌথভাবে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর দফতর জানায়, কয়েক দিনের মধ্যে পার্লামেন্ট বিষয়টি অনুমোদন দেবে। যদিও পার্লামেন্টের অনুমোদনের বিষয়টি এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। পার্লামেন্ট অনুমোদন দেওয়ার পর ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে আবেদন করা হবে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো জানিয়েছেন, আগামী বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদানের জন্য আবেদন করতে পারেন তারা। তিনি বলেন, ‘ন্যাটোতে স্থায়ী প্রতিনিধি হতে আমরা সম্ভবত বুধবার একটি আবেদন করতে যাচ্ছি। ন্যাটোর সঙ্গে আলোচনা শুরু হলে আমাদের প্রতিনিধিদল তা দেখভাল করবে।’

এদিকে রবিবার জার্মানির বার্লিনে বৈঠকে বসেছে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এই বৈঠকে ইউক্রেনকে আরও সহায়তা এবং রাশিয়ার হুমকি সত্ত্বেও ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন করেছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। তিনি পুতিনকে জানান, ফিনল্যান্ড তার নিজের নিরাপত্তা নিশ্চিতে ন্যাটোতে যোগ দেবে। তবে পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দেন, ফিনল্যান্ড এখন সামরিকভাবে যে রকম নিরপেক্ষ আছে তারা যদি সেটি থেকে বের হয়ে যায় তাহলে তারা ভুল করবে।  এদিকে ক্রেমলিনের এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ফিনল্যান্ডের সামরিক নীতির পরিবর্তন প্রতিবেশী দেশটির সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছুদিন আগেও ফিনল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে ন্যাটো জোটে যোগ দেওয়া নিয়ে আগ্রহ ছিল না। চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়েছিলেন, বর্তমান সরকারের আমলে ন্যাটোতে যোগদানের আবেদন করতে চায় না তাঁর দেশ। তবে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর দেশটির অধিকাংশ মানুষ ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। বদলে গেছে সানা মারিনের অবস্থানও। এখন তিনি ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি পার্লামেন্টে তুলতে চান। একই কারণে ন্যাটো জোটের সদস্য হতে চায় সুইডেনও। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ ১ হাজার ৩০০ কিলোমিটার (৮১০ মাইল) সীমান্ত রয়েছে। ফলে ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ খবর