সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

মারিউপোলে সামরিক অভিযান আরও জোরদার করল রাশিয়া

ইউক্রেনে আড়াই মাস আগে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। যা থামার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহর। এর মধ্যে মারিউপোলে সামরিক অভিযান আরও জোরদার করেছে রাশিয়া। খারকিভের আশ্রয় কেন্দ্রেও রুশ সেনারা রাতভর গোলাবর্ষণ করেছে বলে দাবি কিয়েভের। এ পরিস্থিতিতে ইউক্রেনের ১০ লাখ নাগরিককে অস্ত্র সরবরাহের কথা ঘোষণা করেছে জেলেনস্কি সরকার। দুই দিন আগে রুশ সেনাদের গোলাবর্ষণে কেঁপে ওঠে মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানা। শহরটির বেশির ভাগ অঞ্চলই এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে। সেখানে বহু ইউক্রেনীয় সেনা আটকে পড়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। প্রেসিডেন্টের কথায়- ‘গুরুতর আহত সেনাদের সেখান থেকে সরিয়ে নিতে মস্কোর সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।’

শুধু মারিউপোল নয়, রুশ সেনার গোলাগুলিতে বিপর্যস্ত আরেক শহর খারকিভ। স্থানীয় মেয়রের দাবি, রুশ সেনাদের হামলা থেকে আশ্রয় কেন্দ্রও রক্ষা পায়নি। তবে খারকিভের অনেক গ্রাম থেকে রুশ সেনাদের হটিয়ে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। পশ্চিমা দেশগুলো সামরিক সাহায্য করছে ইউক্রেনকে। দনবাস অঞ্চল থেকেও রুশ সেনাদের সরিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। এর মধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে প্রথমবারের মতো এক রুশ সেনার বিচার পর্ব শুরু হয়েছে ইউক্রেনে।

সর্বশেষ খবর