সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

পৃথিবীর কোল ঘেঁষে চলে গেল বিশাল গ্রহাণু!

পৃথিবীর কোল ঘেঁষে চলে গেল বিশাল গ্রহাণু!

গ্রহাণুটি চওড়ায় ১,৬০০ ফুট। যা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং, আইফেল টাওয়ার, স্ট্যাচু অব লিবার্টির চেয়েও বড়। এই গ্রহাণুটিকে মহাকাশ-বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন ক্রমিক-সংখ্যা ৩৮৮৯৪৫ দিয়ে। গ্রহাণুটি যদি কোনোক্রমে পৃথিবীকে একবার ছুঁয়ে দেয়, তবে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। তবে এবারের জন্য রক্ষা। পৃথিবী থেকে ২৫ লাখ মাইল দূর দিয়ে বেরিয়ে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর এট গেল মধ্যরাতেই হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বরাতজোরে এবার বেঁচে যাচ্ছে এই বিশ্ব। সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্রতি দুই বছরে একবার এই গ্রহাণুটি নিয়মমাফিক পৃথিবীর কাছে চলে আসে। ঠিক যেমন এসেছিল ২০২০-র মে মাসে। আর প্রতিবারই পৃথিবীর একেবারে পাশ দিয়ে বেরিয়ে যায়। ২০২০-তে পৃথিবী থেকে এর দূরত্ব ছিল ১৭ লাখ মাইল। আজকের পর এটি আবার পৃথিবীর কাছাকাছি আসবে ২০২৪-এর মে মাসে। তখন পৃথিবী থেকে এর দূরত্ব হতে পারে প্রায় ৬৯ লাখ মাইল।

সর্বশেষ খবর