মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

দিল্লির তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি

তীব্র দাবদাহে জ্বলছে উত্তর ভারত। এ অবস্থায় গতকাল রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৯ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি। ফলে অধিবাসীদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

দিল্লির সফদরজং আবহাওয়া অফিস জানিয়েছে- গতকাল এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিল্লির উত্তর-পশ্চিমে মুঙ্গেশপুর ও দক্ষিণ-পশ্চিমে নাজাফগড় আবহাওয়া অফিস যথাক্রমে ৪৯ দশমিক ২ ও ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা  রেকর্ড করে। তবে দিল্লির সফদরজংয়ে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে গতকাল ৪৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তর ভারতে যখন এরকম দাবদাহ চলছে, তখন দক্ষিণের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হচ্ছে।

গতকাল কেরালা ও লাক্ষাদ্বীপে যথাক্রমে ৫২ দশমিক ২ ও ৫৭ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারতের আবহাওয়া দফতর কেরালায় ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে রাজ্যের পাঁচ  জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

সর্বশেষ খবর