বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

মানবাধিকার কমিশন বিলুপ্ত করল তালেবান

যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের গঠন করা হিউম্যান রাইটস কমিশনসহ গুরুত্বপূর্ণ ৫টি বিভাগ বিলুপ্ত ঘোষণা করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। তারা এসব বিভাগকে অপ্রয়োজনীয় বলে মনে করেছে। অপর যে চারটি বিভাগ তালেবান বিলুপ্ত করেছে, তার মধ্যে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), এক সময়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা পরিষদ, আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন রয়েছে। তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র ইন্নামুল্লাহ সামাঙ্গানি বলেছেন, এসব বিভাগ অপ্রয়োজনীয় মনে হয়েছে। ফলে বাজেটে এসব বিভাগকে ধরা হয়নি। এসব বিভাগ এখন বিলুপ্ত।

সর্বশেষ খবর