সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

কিমকে ‘হ্যালো’ বললেন বাইডেন

কিমকে ‘হ্যালো’ বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম এশিয়া সফরে এসে গতকাল দক্ষিণ কোরিয়া থেকে জাপান যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ‘হ্যালো’ বলেছেন জো বাইডেন। রয়টার্স।

উত্তর কোরিয়া পাঁচ বছরের মধ্যে প্রথমবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে- এমন উদ্বেগের মধ্যেই বাইডেনের এবারের এশিয়া সফর। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলছেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক পরীক্ষা নিয়ে তিনি মোটেও ‘উদ্বিগ্ন নন’। উত্তর কোরিয়ার নেতার জন্য কোনো বার্তা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন তখন কিমকে ওই ‘হ্যালো’ বলেন। তার এই বাঁকা উত্তরই বলছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে উত্তেজনা দূর করতে বাইডেন প্রশাসনের উদ্যোগ বেশ সীমিত, যা আগের প্রশাসনের অবস্থানের পুরোপুরি উল্টো।

সর্বশেষ খবর