সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

কানাডায় ঝড়ে বিদ্যুৎহীন ৯ লাখ বাড়ি

ভয়াবহ ঝড় আঘাত হেনেছে কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও ও কুইবেক প্রদেশে। সেখানে অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রদেশ দুটির প্রায় ৯ লাখ বাড়ি। শক্তিশালী গ্রীষ্মকালীন বজ্রঝড়ে তিনজনের মৃত্যুর খবর এক টুইট বার্তায় নিশ্চিত করেছে কানাডার অন্টারিও প্রদেশের পুলিশ। এ ছাড়া ঝড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, ঝড়ের মধ্যে অটোয়া নদীতে নৌকা চালানোর সময় তা ডুবে গেলে পঞ্চাশোর্ধ ওই নারী প্রাণ হারান। শক্তিশালী ঝড়ে দুই প্রদেশের প্রায় ৯ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সর্বশেষ খবর