বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

অবাক করা ছায়াপথ

অবাক করা ছায়াপথ

গত ৩০ বছর ধরে অবিরাম কাজ করে চলেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার হাবল স্পেস টেলিস্কোপ। একাধিক আকর্ষণীয় ছবি তুলেছে এটি। মহাবিশ্বের একাধিক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রয়েছে এই টেলিস্কোপ। এবার আরেকটি অবাক করা ছবি শেয়ার করল নাসা। অনেকেই সেই ছবিটির সঙ্গে তুলনা করছেন মানুষের রেগে যাওয়া লাল চোখের। ছবিটি হলো ওয়ার্লপুল গ্যালাক্সি যা গ৫১ নামেও পরিচিত মহাকাশ বিজ্ঞানীদের কাছে। নাসার প্রেস নোট অনুসারে, ঘূর্ণায়মান বাহুগুলো হলো নক্ষত্রের দীর্ঘ পথ আর ধূলিকণা আর গ্যাস। এই গ্যালাক্সিতে হাইড্রোজেন গ্যাস সংকুচিত হয়ে নতুন নতুন তারা ক্লাস্টার গঠন করেছেন। বলা হয়েছে গোলাপি তারাগুলো পুরনো। আর নীল রঙের তারাগুলো তুলনায় অনেকটাই নতুন। হলুদ রঙের তারাগুলো তুলনায় আরও প্রাচীন। পৃথিবী থেকে ৩ কোটি ১০ লাখ আলোকবর্ষ দূরে রয়েছে এই গ্যালাক্সি বা নক্ষত্র পথ। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর