বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

খাদ্য ঘাটতি নিয়ে ব্রিটিশ মন্ত্রীর হুঁশিয়ারি

ইউক্রেন যুদ্ধের কারণে শস্যদানা এবং খাদ্য ঘাটতির কারণে বিশ্বে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শেপ। যুক্তরাজ্যের এই মন্ত্রী বলেছেন, প্রচুর পরিমাণে ক্ষুধা বাড়তে পারে এমনকি দুর্ভিক্ষও হতে পারে। যার ফলে যুদ্ধের থেকে বেশি সংখ্যক মানুষ মারা যেতে পারে। যুদ্ধ শুরুর আগে রাশিয়া-ইউক্রেন বিশ্বের মোট গমের ৩০ শতাংশ জোগান দিত। যা এখন থমকে দাঁড়িয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী ইউক্রেনের পরিবহন ও অবকাঠোমো বিষয়ক মন্ত্রী ওলেকসান্ডার কুবরাকভের সঙ্গে সাক্ষাৎ করেন।

 ইউক্রেনের প্রধান বন্দর রাশিয়া অবরোধ করে রাখায় কীভাবে ইউক্রেন থেকে খাদ্যশস্য বের করা যায় দুই মন্ত্রী তা নিয়ে আলোচনা করেন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সাভিরিদেস্কো ইউক্রেন থেকে খাদ্যশস্য বের করার বিকল্প রুট সৃষ্টির অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর