বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

বাইডেন জাপান ছাড়তেই তিনটি মিসাইল পরীক্ষা উ. কোরিয়ার

বাইডেন জাপান ছাড়তেই তিনটি মিসাইল পরীক্ষা উ. কোরিয়ার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ছাড়তেই পর পর তিনটি মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। তার মধ্যে রয়েছে একটি নতুন ও অত্যাধুনিক আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এ ঘটনাকে উসকানিমূলক দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। বিবিসি জানায়, কোয়াড বৈঠক শেষে মঙ্গলবার জাপান থেকে দেশে ফিরে যান প্রেসিডেন্ট জো বাইডেন। আর ঠিক কয়েক ঘণ্টা পরই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এ মিসাইলগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে  নতুন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘হওয়াসং-১৭’। পিয়ংইয়ংয়ের অদূরে অবস্থিত সুনান এলাকা থেকে মিসাইলগুলো ছোড়া হয়। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, একটি মিসাইল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উপরে উঠে ৩০০ কিলোমিটার পর্যন্ত যায়। অন্যটি ৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে ৭৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

উল্লেখ্য, কোয়াড বৈঠকে যোগ দিতে গত বৃহস্পতিবার এশিয়া সফর শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সর্বশেষ খবর