শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

বুকার পুরস্কার জয়ী প্রথম হিন্দি উপন্যাস

বুকার পুরস্কার জয়ী প্রথম হিন্দি উপন্যাস

সাধারণত ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বইয়ের জন্য প্রতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। তবে এবার প্রথমবারের মতো ভারতীয় হিন্দি ভাষায় রচিত বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন গীতাঞ্জলি শ্রী।

টুম্ব অব স্যান্ড নামক উপন্যাসের জন্য পুরস্কারটি জিতেছেন তিনি। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন আমেরিকান অনুবাদক ডেইজি রকওয়েল। ৫০ হাজার পাউন্ড পুরস্কারমূল্যটি গীতাঞ্জলি শ্রী এবং ডেইজি রকওয়েলের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া বক্তব্যে গীতাঞ্জলি শ্রী বলেন, আমি কখনই বুকারের স্বপ্ন দেখিনি, আমি কখনই ভাবিনি যে আমি পারব। এই বিশাল স্বীকৃতিতে আমি বিস্মিত, আনন্দিত, সম্মানিত এবং বিনীত। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মইনপুরী শহরে জন্মগ্রহণকারী ৬৪ বছর বয়সী এই লেখিকা এ পর্যন্ত তিনটি উপন্যাস এবং বেশ কয়েকটি ছোটগল্প লিখেছেন। বুকার পুরস্কার জেতা বইটি যুক্তরাজ্যে প্রকাশিত তার প্রথম বই।

সর্বশেষ খবর