সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

আল আকসা কম্পাউন্ডে এবার উগ্রপন্থি ইহুদিরা

আল আকসা কম্পাউন্ডে এবার উগ্রপন্থি ইহুদিরা

জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে শত শত উগ্রপন্থি ইহুদি। ওল্ড সিটির মুসলিম অধ্যুষিত এলাকার ভিতর দিয়ে উগ্র ইহুদিবাদীদের উস্কানিমূলক পতাকা মিছিলের আগে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেসেটের একটি ছোট জাতীয়তাবাদী দলের নেতা ইতামার বেনগভির তার কয়েক ডজন সমর্থকসহ গতকাল ভোরে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গতকাল সকালে কম্পাউন্ডের আল কিবলি প্রার্থনা হলের ছাদের নিয়ন্ত্রণ নেয়। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের চলাচল নির্বিঘ্ন করতে তারা মসজিদের ভিতরে থাকা মুসল্লিদের অবরুদ্ধ করে রাখে। ফিলিস্তিনি সাংবাদিক ও ফটোগ্রাফারদেরও মসজিদে প্রবেশে বাঁধা দেওয়া হয়। তাদের গ্রেফতারের হুমকি দেওয়া হয়। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ইসরায়েলি বাহিনীকে আল কিবলি প্রার্থনা হলের দরজা সিল করে দিতে দেখা গেছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের উপাসনার কোনো অনুমতি নেই।

সর্বশেষ খবর