সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার আহ্বান কমলার

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে প্রাণহানির ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষ মারতে আগ্নেয়াস্ত্র তৈরি হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য। সভ্য সমাজে আগ্নেয়াস্ত্রের জায়গা হতে পারে না।’ গত ১৪ মে বাফেলোতে একটি সুপারমার্কেটে নিহত ৮৬ বছর বয়সী রুথ হুইটফিল্ডের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে এসব কথা বলেন কমলা হ্যারিস। গত ২৪ মে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছরের এক কিশোরের হামলায় ১৯ শিশু এবং দুই শিক্ষক নিহত হন। তার ১০ দিন আগে মারা যান রুথ।

কমলা হ্যারিস এসব ভয়াবহ হামলার ঘটনা তুলে ধরে বলেছেন, বন্দুক সহিংসতার জন্য ‘যথেষ্ট হয়েছে’ বলার সময় এসে গেছে।

সর্বশেষ খবর