বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

তাইওয়ানের আকাশে চীনের ৩০ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশে চীনের ৩০ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে চীন। বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারির পর তাইওয়ান সীমানায় চীনের এটা সর্ববৃহৎ অনুপ্রবেশ।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। তাতে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তা হলে আমেরিকা চীনের বিরুদ্ধে অস্ত্র ধরবে। এর মধ্যেই নিজেদের অসন্তোষের বিষয়টি জানাতে তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের বড় বহর পাঠাচ্ছে। এভাবে তাইপের পুরনো যুদ্ধবিমান বহরকে নিয়মিতই চাপে রাখছে বেইজিং। স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ান চীনের অব্যাহত আগ্রাসনের হুমকির মধ্যেই বসবাস করছে। দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড মনে করে বেইজিং। তাইওয়ানকে কোনো একসময় একীভূত করারও অঙ্গীকার করেছে চীন। বেইজিং এ জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে।

বিবিসি বলছে, তাইওয়ানের আকাশসীমায় চীন সাম্প্রতিক সময়ে যুদ্ধবিমান পাঠানো জোরদার করেছে। যদিও বেইজিংয়ের দাবি, তারা প্রশিক্ষণ মহড়া দিচ্ছে। তবে চীনের মহড়ায় ক্ষুব্ধ তাইওয়ানে উদ্বেগ বাড়ছে।

 

সর্বশেষ খবর