বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

মাঙ্কিপক্সে মৃত্যুও ঘটছে

অনেকটা করোনাভাইরাসের মতোই ভয় জাগিয়ে একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই বিশ্বের ২৩টি দেশে ছড়িয়ে পড়ছে এই নতুন ভাইরাস। ২৫৭ জনের শরীরে সংক্রমণ মিলেছে। এ ছাড়া আরও ১২০টি সন্দেহজনক নমুনা জমা পড়েছে। তবে উদ্বেগ বাড়িয়েছে এই রোগে মৃত্যু। ইতিমধ্যেই কঙ্গোয় মৃত্যু হয়েছে নয়জনের। নাইজেরিয়ায় সম্প্রতি মাঙ্কিপক্সে একজনের মৃত্যুর খবর জানা গেছে। একের পর এক দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়া এই ভাইরাস নিয়ে উদ্বেগে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। সংস্থার স্বাস্থ্য সংক্রান্ত এজেন্সির শীর্ষ মাঙ্কিপক্স বিশেষজ্ঞ ডা. রোজামন্ড লিউয়িস জানিয়েছেন, এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকলেও বর্তমান পরিস্থিতিতে এটি মহামারিতে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। কিন্তু এই রোগ নিয়ে এখনো অনেক কিছুই অজানা। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা মহামারির আশঙ্কা করছি না। যদিও সাবধানতা অবলম্বন প্রয়োজন।’ মূলত আফ্রিকার দেশগুলোতে মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা যায়। এবার আফ্রিকার বাইরের দেশগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে।

 

 

সর্বশেষ খবর