বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

বাইডেন-জাসিন্ডা বৈঠকে প্রাধান্য পেল চীন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় জো বাইডেনের। এর মাধ্যমে আট বছর পর হোয়াইট হাউসে পা রাখলেন  আরডার্ন। মঙ্গলবার বাইডেনের সঙ্গে তার আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে। তবে সবচেয়ে গুরুত্ব পেয়েছে চীনের প্রসঙ্গ। দুই নেতাই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে চীনের সামরিক ও বাণিজ্যিক কার্যকলাপ বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুজনই ওই অঞ্চলে আমেরিকার উপস্থিতি আরও বেশি করার বিষয়েও একমত হয়েছেন। বাইডেন বলেছেন, ‘প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমাদের আরও কাজ করতে হবে।’ দুই নেতার আলোচনায় ঘরোয়া সন্ত্রাস ও বন্দুকধারীদের তাণ্ডব বন্ধ করার প্রসঙ্গও আসে। ২০১৯ সালে  গুলি চালিয়ে ৫১ জন মুসলিমকে হত্যার ঘটনার পর আরডার্ন অটোমেটিক রাইফেল রাখা নিষিদ্ধ করতে আইন করেন। বাইডেন আরডার্নের এই প্রয়াসকে সমর্থন করেছেন।

সর্বশেষ খবর