বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

ইউক্রেন পাচ্ছে অত্যাধুনিক রকেট

ইউক্রেনকে আরও অত্যাধুনিক রকেট ব্যবস্থা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দনবাস অঞ্চলে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেন প্রশাসন জানিয়েছে, জেলেনস্কির আবেদনে সাড়া দিয়েই দেশটিতে অল্প সংখ্যক উচ্চ-প্রযুক্তি, মাঝারি-পাল্লার রকেট সিস্টেম এবং আধুনিক অস্ত্র সহায়তা পাঠানো হবে। ৭০ কোটি ডলার মূল্যের নতুন অস্ত্র সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে এই আধুনিক রকেট-ব্যবস্থা সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে থাকছে হেলিকপ্টার, ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র, কৌশলগত যানবাহন, খুচরা যন্ত্রাংশ এবং আরও বেশ কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। দুই মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ খবর