বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

ঘূর্ণিঝড় ‘আগাথা’র আঘাত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আগাথা’। এতে   অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ অন্তত আটজন। তীব্র ঝড়ের কারণে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচকে) জানিয়েছে, ১৯৪৯ সালের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটাই সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। উপকূলীয় শহরটিতে আঘাত হানার পর ‘আগাথা’ দুর্বল হয়ে মূল ভূখণ্ডের দিকে সরে যায়। ক্যাটাগরি টু হারিকেন হিসেবে আগাথা সোমবার ওয়াহাকার পুয়ের্তো অ্যাঞ্জেলের কাছে আঘাত হানে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর