শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

পাকিস্তান ভেঙে তিন ভাগ হবে, হুঁশিয়ারি ইমরানের

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ ভেঙে তিন ভাগ হয়ে যাবে। তিনি বলেন, আর এটা হবে রাষ্ট্রের প্রভাবশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে এ অবস্থা হবে। বুধবার দেশটির একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেছেন, এমন হলে সবার আগে ধ্বংস হয়ে যাবে সেনাবাহিনী। এতে পাকিস্তান দেউলিয়া হয়ে পড়বে। অন্যদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাকারীদের উদ্বুদ্ধ করছে ভারতীয় থিংক ট্যাংকগুলো। তার এমন   বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পাকিস্তানে। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, সঠিক সিদ্ধান্ত না নিলে তার দেশ আত্মহত্যার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।

অনুষ্ঠানের সঞ্চালককে ইমরান খান বলেন, ‘যদি এস্টাবলিশমেন্ট (পাকিস্তান সেনাবাহিনী) সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি, তারা ধ্বংস হবে (পাকিস্তান ও এস্টাবলিশমেন্ট)। সশস্ত্র বাহিনীই প্রথমে ধ্বংস হবে।’ ইমরান খান মন্তব্য করেন, পাকিস্তানের বর্তমান সরকারের পরিকল্পনা দেশকে শক্তিশালী করা নয়।

সর্বশেষ খবর