সোমবার, ৬ জুন, ২০২২ ০০:০০ টা

বাইডেনের বাড়ির ওপর রহস্যময় বিমান

বাইডেনের বাড়ির ওপর রহস্যময় বিমান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রিহোবোথ সমুদ্র সৈকতের বাড়ির ওপর দিয়ে অচেনা বিমান উড়ে যাওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। এরপরই সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় সস্ত্রীক প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে অবশ্য তাঁরা বাসভবনে ফিরেও আসেন। কড়া নিরাপত্তা সত্ত্বেও কী করে অচেনা বিমান উড়ে এলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। ভুল করে বিমানটি চলে এসেছিল বলে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

সাধারণত মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের আকাশসীমায় অন্য বিমান নিষিদ্ধ। এ এলাকায় অন্য কোনো বিমানের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।  এ প্রসঙ্গে হোয়াইট  হাউস বিবৃতি জারি করে জানিয়েছে, শনিবার নিষিদ্ধ আকাশপথে প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনের একদম উপরে চলে আসে ব্যক্তিগত বিমানটি। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান নিরাপত্তাকর্মীরা।

তড়িঘড়ি বিমানটিকে ওই আকাশসীমা থেকে বের করে আনা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বিমানটি ভুল করে ওই আকাশপথে ঢুকে পড়ে। প্রকাশিত বিমান সংক্রান্ত গাইডলাইনস মানেননি পাইলট। এমনকি, বিমানে রেডিও চ্যানেলও ছিল না। তাই এই পথে বিমানটি ঢুকে পড়ে। তবে বিমানের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

সর্বশেষ খবর