শিরোনাম
মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

শুক্রগ্রহের অক্সিজেনের পরিমাণ জানবে দাভিঞ্চি

শুক্রগ্রহের অক্সিজেনের পরিমাণ জানবে দাভিঞ্চি

পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র। যাকে আমরা শুকতারা হিসেবে চিনি। সেই গ্রহ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। এবার সেই গ্রহকে জানতে একাধিক মিশনের আয়োজন চলছে। তবে শুক্রে যাওয়ার আগে সেখানকার জৈব এবং রাসায়নিক পরিস্থিতি ঠিক কী রকম তা জেনে নেওয়া প্রয়োজন। আর এ কাজেই পাঠানো হচ্ছে দাভিঞ্চিকে। ২০২৯ সালে শুক্রে পাঠানো হবে দাভিঞ্চি মিশনকে। মহাকাশযানটিতে একটি বিশেষ যন্ত্র থাকবে যা শুক্রপৃষ্ঠের কাছে অক্সিজেনের পরিমাণ জেনে নেবে। যন্ত্রটিতে থাকবে একটি বোতামের আকারের সেন্সর যার নাম ভেনাস অক্সিজেন ফুগাসিটি। যুগান্তকারী গবেষণা চলবে তার মাধ্যমেই। এই মিশন পরিচালনা করবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নাসা। নাসা জানিয়েছে, এসব গবেষণালব্ধ ফল বিচার করে বিজ্ঞানীরা এই প্রথমবার জানতে পারবেন, শুক্রগ্রহে কী কী খনিজ সবচেয়ে স্থিতিশীল। বর্তমানে পাথরের এই রূপান্তর কীভাবে হলো তাও জানা যাবে ভিফক্সের মাধ্যমে।

কী এই ভিফক্স : দাভিঞ্চি মিশনের জন্য এই প্রযুক্তিটি তৈরি করছেন আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। মহাকাশযানের বাইরের অংশে লাগানো থাকবে সেন্সরটি। শুক্রের মেঘের   গভীরে বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের চাপ, অস্পষ্টতা সবই পরিমাপ করবে ভিফক্স। এ ছাড়াও শুক্রের কাছ থেকে ছবি পাঠাবে দাভিঞ্চি মিশন।

সর্বশেষ খবর