মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা
হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য

ভারতের বিরুদ্ধে আরব বিশ্বে ক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। এ আবহে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে কিছুটা টান পড়েছে। সেই সঙ্গে ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বার্তা দিয়েছে দোহা। এর মধ্যে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে এর আগেই কাতার ভারতীয় দূতকে তলব করেছিল। এবার ইরান, কুয়েত ও সৌদি আরবও ভারতীয় দূতকে তলব করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ভারতীয় পণ্য বর্জনের ডাক। এমন পরিস্থিতিতে দলের মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিবৃতি জারি করে বলা হয়েছে, নূপুর শর্মার বক্তব্যের সঙ্গে ভারত সরকার একমত নয়। এমনকি কেন্দ্রের শাসক দল নূপুরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে। উল্লেখ্য, সম্প্রতি একটি তথ্য যাচাইকারী ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জুবায়ের বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার একটি ভিডিও টুইট করেছিলেন। সে ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তাকে গ্রেফতারের দাবিতে গত শুক্রবার জুমার নামাজের পর উত্তর প্রদেশের কানপুরে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হন। পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক টুইটে ভারতীয় কর্মকর্তাদের ‘ধর্মীয় অবমাননাসূচক মন্তব্যের তীব্র নিন্দা’ জানিয়েছে। ‘আপত্তিকর এ আচরণ অত্যন্ত বেদনাদায়ক।

সর্বশেষ খবর