মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কায় মন্ত্রীর কারাদণ্ড

আরেক মন্ত্রীকে খুঁজছে সিআইডি

শ্রীলঙ্কায় চাঁদাবাজির অভিযোগে দেশটির সাবেক নগর উন্নয়ন ও গৃহায়ণ বিষয়ক মন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গাকে দুই বছরের জেল দিয়েছেন আদালত। তবে এই শাস্তি পাঁচ বছরের জন্য সাময়িকভাবে স্থগিত থাকবে। এদিকে টেম্পল ট্রিজ এবং গ্যালে ফেস-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলার ঘটনায় দেশটির সাবেক আরেক মন্ত্রী জনস্টন ফার্নান্দোকে খুঁজছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। গত ৯ মে টেম্পল ট্রিজ এবং গ্যালে ফেস এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার পর শ্রীলঙ্কায় এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা এমপি, মন্ত্রীদের বাড়িঘরে হামলা করে। এমনকি অনেক ক্ষেত্রে তাদের অনেকের ওপর চড়াও হয়। এই অবস্থার জন্য সাবেক মন্ত্রী জনস্টন ফার্নান্দোকে দায়ি করা হচ্ছে। তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

সর্বশেষ খবর