বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

ইরানে ট্রেন দুর্ঘটনা নিহত ২১

ইরানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬০ যাত্রী আহত হয়েছে। গতকাল ইয়াজদ শহরের দিকে যাওয়ার সময় একটি এ্যাক্সেভেটরের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে আধাস্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফার্স। জানা গেছে, একটি খননযন্ত্রের (এক্সকাভেটর) সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি লাইনচ্যুত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জরুরি সেবা বিভাগের মুখপাত্র বলেন, ২১ জন নিহত ও ৩৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাবাস শহরটির অবস্থান দক্ষিণ খোরাসান প্রদেশে। তেহরান থেকে সড়কপথে এর দূরত্ব ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল)।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ের উপপ্রধান মীর হাসান মুসাভি বলেন, ট্রেনটিতে ৩৪৮ যাত্রী ছিলেন। রেললাইনের কাছে থাকা একটি এক্সকাভেটরে  আঘাত করার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

সর্বশেষ খবর