বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

১০ ব্যয়বহুল শহরের পাঁচটি এশিয়ায়

বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল মোবিলিটি কোম্পানি ইসিএ ইন্টারন্যাশনাল। চলতি বছরেও তালিকায় শীর্ষে রয়েছে হংকং। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অন্য শহরগুলো হলো নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), জেনেভা (সুইজারল্যান্ড), লন্ডন (যুক্তরাজ্য), টোকিও (জাপান), তেল আবিব (ইসরায়েল), জুরিখ (সুইজারল্যান্ড), সাংহাই (চীন), গুয়াংঝু (চীন) ও সিউল (দক্ষিণ কোরিয়া)। তালিকায় এশিয়াকে ব্যয়বহুল মহাদেশ হিসেবে দেখানো হয়েছে। কারণ এখান থেকে পাঁচটি শহর শীর্ষ দশের মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে হংকং, টোকিও, সাংহাই, গুয়াংজু ও সিউল। ইসরায়েলের শহর তেল আবিব ষষ্ঠ স্থানে রয়েছে। সে হিসেবে এশিয়ায় মোট ছয়টি শহর শীর্ষ দশের মধ্যে রয়েছে।

সর্বশেষ খবর