শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা
মহানবী (সা.)-কে অবমাননা

বিজেপি নেত্রী নূপুরকে গ্রেফতার দাবি মমতার

কলকাতা প্রতিনিধি

বিজেপি নেত্রী নূপুরকে গ্রেফতার দাবি মমতার

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে করা বিজেপির সদ্য বরখাস্ত হওয়া জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া ইনচার্জ নবীন জিন্দালের গ্রেফতার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে মহানবীকে নিয়ে তাদের মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল নবান্নে সংবাদ সম্মেলন করে মমতা বলেন, ‘আমি বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি করছি। এ ঘটনায় আমি নিজে দুঃখিত এবং মর্মাহত, কারণ মহানবীকে আমরা সবাই অন্যভাবে সম্মান করি। সব ধর্মকেই আমরা সম্মান করি। কোনো ধর্ম সম্পর্কে কটু কথা বলার অধিকার কারও নেই।’ এদিকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননার অভিযোগ ওঠার পরই গতকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অবরোধ জানায় মুসলিম সংগঠনগুলো।

সংসবাদ সম্মেলনে বিজেপির বিরুদ্ধে গোটা দেশে সাম্প্রদায়িক উসকানি এবং বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ তুলে মমতা বলেন, এরা দেশকে ভাগ করার চক্রান্ত করছে, দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এর ফলে গোটা বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

এর আগে বৃহস্পতিবারই পরপর তিনটি টুইটে এ ঘটনার তীব্র নিন্দা জানান। টুইটে মমতা লেখেন- ‘আমি কিছু বিজেপি নেতার সাম্প্রতিক জঘন্য ও নৃশংস বিষ্ণুলোক বক্তব্যের নিন্দা করি। যার ফলে শুধু হিংসাই ছড়ায়নি, দেশের ঐক্যের বুননও বিভাজিত হয়েছে, শান্তি ও বন্ধুত্বের মধ্যে বিঘ্ন ঘটেছে।’

কয়েকদিন আগেই এক টিভি শোতে নবীকে নিয়ে কিছু মন্তব্য করেন নূপুর, নূপুরের ওই মন্তব্যের পর একই কথা টুইট করেন দলের আরেক নেতা নবীন জিন্দাল। আর এরপরই শুরু হয় বিতর্ক। আন্তর্জাতিক ময়দানে অস্বস্তিতে পড়ে ভারত। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এর প্রতিবাদ জানিয়েছে।

সর্বশেষ খবর