শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মাঙ্কিপক্সে আক্রান্ত ১ হাজার ছাড়াল

মাঙ্কিপক্সে আক্রান্ত ১ হাজার ছাড়াল

কভিড-১৯ এর চোখরাঙানির মাঝে চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স। এই রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করল হু। বিশ্বের ২৯টি দেশে ১০০০ জনেরও বেশি মানুষের শরীরে এই জীবাণুর হদিশ মিলেছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে মাঙ্গিপক্স যেভাবে ছড়াচ্ছে, তা নিয়ে জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। গতকাল হু সতর্ক করে জানিয়েছে বিশ্বের বেশ কিছু দেশে ইতিমধ্যেই এই সংক্রমণের কমিউনিটি ট্রান্সমিশন অর্থাৎ দলগতভাবে সংক্রমণ ছড়ানো শুরু হয়েছে। স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদরোস গেব্রিয়াসিস জানিয়েছেন, এই রোড়ের ফলে সবথেকে বেশি বিপদে শিশু ও গর্ভবতী নারীরা।

ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রার্দুভাব দেখা দিয়েছে জার্মানিতে। এছাড়া আমেরিকা, বেলজিয়াম, স্পেন, সুইডেনের মতো দেশগুলিতে মিলেছে এর জীবাণু।

সর্বশেষ খবর