শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই

ভারতের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৮ জুলাই। গতকাল দেশটির নির্বাচন কমিশন এ তারিখ ঘোষণা করেছে। বতর্মান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী ২৪ জুলাই। নিয়ম অনুযায়ী, সেই দিনের আগে রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে। তারপর আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শপথগ্রহণ করতে হবে নতুন রাষ্ট্রপতিকে। ১৮ জুলাই নির্বাচন হওয়ার তিন দিন পর ফলাফল ঘোষণা হবে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪৮০৯ জন জনপ্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে যেমন পার্লামেন্টের দুই কক্ষের সংসদ সদস্যরা রয়েছেন তেমনি বিভিন্ন প্রাদেশিক বিধানসভার জনপ্রতিনিধিরাও রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিজ দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনোভাবেই চাপ দেওয়া বা হুইপ জারি করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

সর্বশেষ খবর