রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

রুশ হামলায় প্রাণ গেল ২৮৭ শিশুর

ইউক্রেন যুদ্ধ

রুশ হামলায় প্রাণ গেল ২৮৭ শিশুর

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ হামলা শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ২৮৭ শিশু নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে ৪৯২টি শিশু। স্থানীয় সময় গতকাল ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস থেকে এমনটি জানানো হয়। সূত্র জানায়, মারিওপোলে আরও ২৪ শিশু নিহত হয়েছে। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ শহরটি গত মাসের মাঝামাঝি দখল করে রাশিয়া। অভিযান শুরুর পর ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর উপপ্রধান বলেছেন, যুদ্ধের ময়দানে রাশিয়ার সঙ্গে তার দেশের যোদ্ধারা হেরে যাচ্ছে। কারণ, তাদের গোলাবারুদ শেষ হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে ভাদিম স্কিবিতস্কি নামে ইউক্রেন গোয়েন্দা বাহিনীর এই কর্মকর্তা বলেন, এখন যুদ্ধ আর্টিলারির। এই যুদ্ধের ওপর নির্ভর করবে ভবিষ্যতে কী হবে। ভাদিম স্কিবিতস্কি বলেন, পশ্চিমা দেশগুলো আমাদের কী দেয় এখন সবকিছু তার ওপর নির্ভর করছে। রাশিয়ার ১০ থেকে ১৫ আর্টিলারির বিপরীতে ইউক্রেনের ১টি আর্টিলারি আছে উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমা মিত্ররা তাদের থাকা ১০ শতাংশ আর্টিলারি আমাদের দিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এক বক্তব্যে যুক্তরাজ্যের অস্ত্র সহায়তার প্রশংসা করেন। মিত্র দেশগুলোকে তিনি পুনরায় অস্ত্র সহায়তার অনুরোধ করেন। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেস্কি অ্যারিস্তোভিচ গার্ডিয়ানকে বলেন, রাশিয়াকে পরাজিত করতে হলে ইউক্রেনের ৬০টি মাল্টিপল রকেট লঞ্চার প্রয়োজন হবে। আগামী ১৫ জুন ব্রাসেলসে এক বৈঠকে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে ইউক্রেন বেশ কিছু অস্ত্র চাইবে। বিবিসি

সর্বশেষ খবর