রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

ইরান-ভেনেজুয়েলার কৌশলগত ২০ বছরের চুক্তি

ইরান-ভেনেজুয়েলার কৌশলগত ২০ বছরের চুক্তি

ইরান এবং ভেনেজুয়েলার মধ্যে ২০ বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল ইরান ও ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উপস্থিতিতে কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে তেহরান-কারাকাসের মধ্যে গুরুত্বপূর্ণ এ চুক্তি স্বাক্ষর হলো। গণমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, তেল এবং প্যাট্রোকেমিক্যাল খাত, পর্যটন খাত, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি খাতসহ আরও বহু ক্ষেত্রে কৌশলগত ওই ২০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমেরিকাসহ পশ্চিমা সব চাপ উপেক্ষা করে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের এ আগ্রহকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা উন্নয়ন ইরানের পররাষ্ট্রনীতির অংশ। ভেনেজুয়েলা সাম্রাজ্যবাদী শত্রুদের চাপানো নিষেধাজ্ঞা দৃষ্টান্তমূলকভাবে প্রতিহত করেছে। বৈঠক শেষে ভেনেজুয়েলার এ দৃঢ় প্রতিরোধের ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। তিনি আরও বলেন, গত ২৪ বছরে আমাদের দেশের ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানি জাতি দেশের অগ্রগতির স্বার্থে সেসব নিষেধাজ্ঞার সমস্যাকে সুযোগে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। এএফপি

সর্বশেষ খবর