রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

ত্রিপোলিতে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ

লিবিয়ার রাজধানীতে ফের সংঘর্ষ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তিন সপ্তাহ আগে দেশটিতে একটি অভ্যুত্থান প্রচেষ্টার মধ্যে এ ঘটনা ঘটল। আরব নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে ত্রিপোলির বেশ কয়েকটি জেলাজুড়ে ব্যাপক গুলিবিনিময় এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এএফপির একজন সাংবাদিক স্থানীয় গণমাধ্যমে বেসামরিক ব্যক্তিদের বিপুল লোকসমাগম এলাকা থেকে পালিয়ে যেতে দেখেছেন। খবর থেকে জানা গেছে, রাতের তীব্র লড়াইয়ে পশ্চিম লিবিয়ার দুই প্রভাবশালী মিলিশিয়া জড়িত ছিল। সংঘর্ষে হতাহতের সংখ্যা কিংবা কী উদ্দেশ্য এ সংঘর্ষ তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। তবে দুই প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রীর ক্ষমতার লড়াইয়ের এটি সর্বশেষ সহিংসতা। ২০১১ সালের বিদ্রোহে দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ক্ষমতার শূন্যতা পূরণে তেলসমৃদ্ধ লিবিয়ায় রাজনৈতিক অন্তর্কোন্দল জর্জরিত করছে। গত মাসে রাজনীতিবিদ ফাতি বাশাগা জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করেন। তাকে সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠী এবং অন্তর্র্বর্তীকালীন প্রধানমন্ত্রী আল-দিবেইবাহকে সমর্থনকারী দলের মধ্যে ভোরের আগে সংঘর্ষ শুরু হয়। আল-দিবেইবাহকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন স্থগিত করা হয়। এরপর লিবিয়ার সংসদ ফাতি বাশাগাকে সরকার পরিচালনার দায়িত্ব দেয়। কিন্তু আবদুল হামিদ দিবেইবাহ বাশাগার কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।

সর্বশেষ খবর