রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

নিজ দেশে রুশ সেনা মোতায়েনের অনুমোদন নিকারাগুয়ার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা তার দেশে রাশিয়ার সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। এর আওতায় দেশটিতে রাশিয়া সেনা মোতায়েনের পাশাপাশি যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারবে। দুই পক্ষ দাবি করছে-প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা করা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, মানবিক সহায়তা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধার এবং অনুসন্ধান মিশন পরিচালনার জন্য রুশ সোনা মোতায়েন করা হচ্ছে। চলতি সপ্তাহে একটি ডিক্রি জারি করে প্রেসিডেন্ট ওর্তেগা সরকারি সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর