সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

শিগগিরই ইউক্রেনের ভাগ্য স্থির করবে ইইউ

সদস্য পদ নিয়ে সিদ্ধান্ত

এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের ভাগ্য স্থির করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ কথা বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। কিয়েভে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। যুদ্ধ চলাকালীন এটি তার দ্বিতীয়বার কিয়েভ সফর। তিনি বলেন, এই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেন স্থান পাবে কি না। শনিবারের  বৈঠক ছিল সম্পূর্ণ ইইউ নিয়ে। গত ২০ ফেব্রুয়ারি ইইউতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিল ইউক্রেন। তার চার দিন পরই রাশিয়া হামলা করে। মস্কো চায় না প্রতিবেশী দেশটি ইইউতে যোগ দিক। শনিবারের বৈঠকের পর কিয়েভ থেকে ফেরার সময় উরসুলা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ২৩ এবং ২৪ জুনের শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’র মুখোমুখি হতে হবে। ইউক্রেনকে ইইউর সদস্যপদ দেওয়া হবে কি না তা নিয়ে জোটের সিদ্ধান্ত তখন জানা যাবে। ‘আমি আশা করি ২০ বছর পর, যখন আমরা পেছনে ফিরে তাকাব, তখন বলতে পারব যে আমরা ঠিক সিদ্ধান্তটি নিয়েছিলাম,’ যোগ করেন ফন ডেয়ার লাইয়েন। রুশ হামলার ফলে জার্মানির মানুষ খুব ভুগছেন। জিনিসপত্রের দাম আচমকা অনেক বেড়ে গেছে। ১৯৮১ সালের পর চলতি বছরের মার্চে এত বেশি পরিমাণে মূল্যবৃদ্ধির সাক্ষী রইল জার্মানি। দেশটি এখনো রাশিয়ার গ্যাস এবং তেলের ওপর অনেকটাই নির্ভরশীল।

সর্বশেষ খবর