মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

রাহুলকে ইডিতে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

রাহুলকে ইডিতে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল দেশটির ইনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) কার্যালয়ে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ইডি দফতরে যান রাহুল। ন্যাশনাল হেরাল্ড মামলায় তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুপুর সোয়া ২টার দিকে বের হয়ে মা সোনিয়া গান্ধীর কাছে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী এখন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন। উল্লেখ্য, এর আগেও ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল রাহুল গান্ধীকে। তবে সেই সময় তিনি বিদেশে থাকায় হাজিরা দিতে পারেননি। পরে নয়া সমন জারি করে ১৩ জুন ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় রাহুল গান্ধীকে। গত ৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়া গান্ধীরও। তবে তিনি কভিড আক্রান্ত হওয়ায় সেদিন হাজিরা দিতে পারেননি। এদিকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর