বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনের আরেক বড় শহর দখলের পথে রাশিয়া

ইউক্রেনের আরেক বড় শহর দখলের পথে রাশিয়া

রুশ হামলায় জ্বলছে সেভেরদোনেৎস্ক শহর -এএফপি

ইউক্রেনের মারিওপোল এখন পুরো রাশিয়ার দখলে। তবে এখানেই আপাতত থামছে না রাশিয়ার সেনাবাহিনী। তাইতো সেভেরদোনেৎস্ক শহরও প্রায় দখল করে ফেলেছে রাশিয়া। বেশ কয়েকদিন ধরেই ইউক্রেনের দক্ষিণ-পূর্ব অংশে লাগাতার হামলা চালাচ্ছে রুশ বাহিনী। তার ফলেই এই শহর দখল করতে চলেছে রাশিয়া।

গুরুত্বপূর্ণ এই শিল্পশহরে আটকে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু তাঁদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, কারণ শহরের একমাত্র সংযোগকারী সেতুটি গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার তরফে জানানো হয়েছে, গোটা ইউক্রেন দখল করা তাদের লক্ষ্য নয়। দেশের পূর্বদিকে অবস্থিত দোনবাস অঞ্চলকে ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করাই একমাত্র কাজ। তাইতো গত কয়েক সপ্তাহ ধরেই সেভেরদোনেৎস্ক দখল করতে মরিয়া ছিল রুশ বাহিনী। স্থানীয় গভর্নর সের্গেই গাদাই জানিয়েছেন, ‘রুশ হামলায় গোটা শহর তছনছ হয়ে গেছে। শহর থেকে বেরোনোর পথও বন্ধ করে দিয়েছে রুশ সেনা।’ সেভেরদোনেৎস্ক সম্পর্কে জেলেনস্কি বলেছেন, ‘এলাকায় মারাত্মক সংঘর্ষ চলছে।’ রুশ হামলার নিন্দাও করেছেন তিনি। নানা সূত্র মারফত জানা গেছে, শহরের অধিকাংশই রাশিয়ার দখলে চলে গেছে। এক্ষেত্রেও মারিওপোলের মতোই একটি কেমিক্যাল কারখানায় আশ্রয় নিয়েছেন সেনাসহ সাধারণ মানুষ। সেখান থেকে বেরনোর উপায় নেই বলেই জানিয়েছেন সের্গেই। যুদ্ধের মধ্যেই নতুন সমস্যার মধ্যে পড়েছে ইউক্রেন। নানা রোগে আক্রান্ত হচ্ছেন সেদেশের সাধারণ মানুষ। খাদ্যের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এ ছাড়াও যত্রতত্র মানুষকে সমাধিস্থ করেছে রাশিয়া। সেই মৃতদেহের জীবাণু ছড়িয়ে পড়ছে চারদিকে। তাতেও আক্রান্ত হচ্ছেন মানুষ। সের্গেই বলেছেন, শহরের ৭০ শতাংশ রুশ সেনার হাতে চলে গিয়েছে। তবে আহতদের হাসপাতালে পাঠানোর পথটুকু খোলা রয়েছে বলেই জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর