বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

৫-জি যুগে ঢুকছে ভারত

৫-জি যুগে ঢুকছে ভারত

৫-জি যুগে প্রবেশ করতে চলছে ভারত। গতকালই ভারত সরকার স্পেকট্রাম বা তরঙ্গ নিলাম আয়োজনের অনুমতি দিয়েছে টেলি যোগাযোগ দফতরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছে। এই নিলামের মাধ্যমেই দেশে ৫-জি পরিষেবা শুরুর দায়িত্ব বণ্টন করা হবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ২০ বছরের জন্য মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করা হবে। ৫-জি পরিষেবা আগের ৪জি পরিষেবার তুলনায় ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে। এমনও মনে করা হচ্ছে, নিলামে অংশ নিতে পারে ভোডাফোন, এয়ারটেল ও জিও। কবে নিলাম প্রক্রিয়া শুরু হতে পারে তা এখনো জানা যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর