শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

বৃষ্টির রাজ্য চেরাপুঞ্জিতে ১২২ বছরের রেকর্ড

বৃষ্টির রাজ্য চেরাপুঞ্জিতে ১২২ বছরের রেকর্ড

ভারতের চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা। বলা যায় সারা বছরই সেখানে বৃষ্টিপাত হয়। কিন্তু গত তিন দিনে বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয়ে প্রায় আড়াই হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৯৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা জুন মাসে ১২২ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, চেরাপুঞ্জিতে আগামী ২৪ ঘণ্টায় আরও ৫৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, টানা তিন দিন ধরে চলা অবিরাম বৃষ্টিতে আসামের রাজধানী গোয়াহাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে পুরো শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। নগরীটিতে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে।

আসাম-মেঘালয়ের বন্যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজ্য দুটি থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে হু হু করে।

সর্বশেষ খবর