শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অ্যাসাঞ্জের জন্য দুঃসংবাদ

অ্যাসাঞ্জের জন্য দুঃসংবাদ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করবে ব্রিটেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এই অনুমোদন দিয়েছেন। তবে এর বিরুদ্ধে আবেদন করতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে অ্যাসাঞ্জকে। বিবিসি জানায়, এর আগে বিষয়টি নিয়ে আদালতে লড়াই চলে উভয় পক্ষের। তবে আদালত জানিয়েছে, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়। ২০১০ ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে দেন অ্যাসাঞ্জ। এ জন্য তাকে যে কোনো উপায়ে নিজেদের কব্জায় নিতে চায় মার্কিন কর্তৃপক্ষ। দীর্ঘদিন তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। ২০১৯ সালে তার এসাইলাম স্ট্যাটাস বাতিল করে দেয় ইকুয়েডর। এরপর তাকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। সেই থেকে তিনি ব্রিটেনের জেলেই রয়েছেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষণার প্রতিক্রিয়ায় উইকিলিকস জানিয়েছে, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং ব্রিটিশ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন। তবে এই ঘোষণাই লড়াইয়ের শেষ নয়। টুইটারে উইকিলিকস জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

সর্বশেষ খবর