রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

ইউক্রেন যুদ্ধে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া শত শত শিশু আহত বা নিহত হয়েছে বলেও জানানো হয়। জাতিসংঘের অফিস অব দ্য হাইকমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর) তাদের প্রতিদিনের আপডেটে জানিয়েছে, ১৬ জুন পর্যন্ত রাজধানী কিয়েভে ৪ হাজার ৫০৯ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৫৮৫ জন। নিহতদের মধ্যে ২৯৪ জন শিশুও রয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বেশিরভাগ মৃত্যুর ঘটনা  বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে। ইউক্রেনের বিভিন্ন শহরে কামান, ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার এবং বিমান হামলা চালানো হয়েছে। রাশিয়া দাবি করেছে, ন্যাটোর সরবরাহ করা অস্ত্রের গুদাম ধ্বংস করে দিয়েছে তারা। রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের সেনারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। ন্যাটোর সদস্য দেশগুলো কিয়েভকে যে অস্ত্র দিয়েছিল সেখানে প্রচুর গোলাবারুদ ওই গুদামে সংরক্ষণ করা হয়েছিল।

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওই গুদাম ধ্বংস করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত তিন শতাধিক শিশু নিহত হয়েছে। দেশটির প্রসিকিউটররা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি কিয়েভে হামলা চালায় রাশিয়া। দুই পক্ষের মধ্যে সংঘাত এখনো চলছে। যুদ্ধ-সংঘাতে বহু শিশু আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, সবচেয়ে বেশি শিশু প্রাণ হারিয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলে। যুদ্ধের কারণে ইতোমধ্যেই ইউক্রেন ছেড়েছে লাখ লাখ মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১ কোটি ৩০ লাখের বেশি ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে ৫০ লাখের বেশি প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। অভ্যন্তরীণভাবে স্থানান্তর ঘটেছে আরও ৮০ লাখ মানুষের। তবে কয়েক মাসের ব্যবধানে অনেকেই আবার বাড়িতে ফিরে গেছেন, বিশেষ করে রাজধানী কিয়েভে। জাতিসংঘের সর্বশেষ তথ্য বলছে, ৯ জুন পর্যন্ত ইউরোপে ৪৯ লাখ শরণার্থী প্রবেশের সংখ্যা রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে ৩২ লাখের বেশি অস্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছেন। জানা গেছে, পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ১১ লাখ ৫২ হাজার ৩৬৪ জন ইউক্রেনীয়। রাশিয়ায় আশ্রয় নিয়েছেন ১১ লাখ ৩৬ হাজার ২৪৩ জন। -আল জাজিরা

সর্বশেষ খবর