রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা
মহানবী (সা.)-কে কটূক্তি

নূপুর শর্মা ও জিন্দালের কঠোর শাস্তি দাবিতে উত্তাল কলকাতা

কলকাতা প্রতিনিধি

সম্প্রতি ভারতের এক টেলিভিশন শোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল দেশটির কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে। এরপর তাকে সমর্থন করে টুইট করে বিতর্ক ছড়িয়েছিলেন দলের আরেক মুখপাত্র নবীন জিন্দাল। ওই ইস্যুতে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। এরপর তড়িঘড়ি নূপুর শর্মা ও নবীন জিন্দালকে দল থেকে সাসপেন্ড করা হয়। গতকাল কলকাতার ধর্মতলায় এক প্রতিবাদী সভা থেকে তাদের কঠোর শাস্তির এই দাবি ওঠে। ধর্মতলার রানি রাসমনি রোডে এই সভার আয়োজন করে ‘পশ্চিমবঙ্গ জমিয়তে উলেমায় হিন্দ’ নামে একটি মুসলিম সংগঠন। ধর্মতলার এই প্রতিবাদী সভায় হাজির হয় প্রায় লাখো মুসলিম। এই প্রতিবাদী সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ‘জমিয়তে উলেমায় হিন্দ’-এর রাজ্য শাখার সভাপতি ও রাজ্যটির গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, কলকাতার নাখোদা মসজিদের ইমাম শফিক কুরেশি, লেখক অধ্যাপক কুমারেশ চক্রবর্তী, বৌদ্ধ ধর্মগুরু অরুণ জ্যোতি ভিক্ষুক প্রমুখ। সিদ্দিকুল্লার অভিমত ‘নূপুর শর্মাকে গ্রেফতার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চলবে।’

সর্বশেষ খবর