সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

অগ্নিপথ বাতিলের আন্দোলন সমর্থন প্রিয়াঙ্কা গান্ধীর

কলকাতা প্রতিনিধি

অগ্নিপথ বাতিলের আন্দোলন সমর্থন প্রিয়াঙ্কা গান্ধীর

সেনাবাহিনীতে ভর্তির জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষিত নতুন ‘অগ্নিপথ প্রকল্প-এর  বিরোধিতায় দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনকে সমর্থন দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল এই ইস্যুতে দিল্লির যন্তর-মন্তরের সামনে সত্যাগ্রহ আন্দোলনে উপস্থিত হন প্রিয়াঙ্কা। ‘রাষ্ট্রীয় জনতা দল’ (আরজেডি) নেতা তেজস্বী যাদবও   অবিলম্বে এই প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তার অভিমত ‘যুবসমাজের আত্মার মৃত্যু হলে, দেশের আত্মারও মৃত্যু ঘটবে। দেশের লাখ লাখ যুবক এই চাকরির জন্য নিজেদের প্রস্তুতি নেয়, সেক্ষেত্রে সরকারের উচিত যুবদের মন থেকে যাবতীয় সন্দেহ দূর করা।’ বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন দেশটির যোগাগুরু বাবা রামদেবও। তবে এই আন্দোলন যে কোনোভাবেই সহিংসতার রূপ না নেয় বা সম্পত্তি ধ্বংস না করা হয়- সেই আবেদনও জানিয়েছেন তিনি। এদিকে অগ্নিপথের সমর্থন জানিয়েছে দেশটির তিন বাহিনী। ভারতীয় সেনাবিষয়ক দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী বলেন,  ভবিষ্যতে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে প্রযুক্তির উপরে ভর করেই এগোতে হবে, তাই এই উদ্যোগ। তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যাপারে তরুণ প্রজন্ম অনেক বেশি সড়গড়। সে কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর