সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

ভেনেজুয়েলার ভাগ্য ফিরল

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা থেকে ইউরোপে তেল রপ্তানি প্রায় দুই বছর বন্ধ ছিল। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ভেনেজুয়েলার ভাগ্যকে ফিরিয়ে দিল। চলতি মাসের শুরুর দিকে মার্কিন সরকার ভেনেজুয়েলার ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইউরোপীয় দেশগুলোতে তেল রপ্তানিতে সম্মতি দেয়। এবার ইতালির একটি তেল ট্যাংকার ভেনেজুয়েলা থেকে ৬ লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে ইউরোপ অভিমুখে যাত্রা করেছে। আরও জানা যায়, ইতালির এনি কোম্পানির আরেকটি বিশাল তেল ট্যাংকার শিগগিরই ভেনেজুয়েলার একটি বন্দরে নোঙ্গর করবে। প্যান্টানাস নামের জাহাজটি ওই ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ ভেনেজুয়েলা থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করবে। প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপ। তাতে তেলের চরম সংকট দেখা দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর