বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার

দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়া গতকাল প্রথমবারের মতো দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ করেছে। টেলিভিশন ফুটেজে উৎক্ষেপণের ছবি দেখানো হয়েছে। দেশটি গত অক্টোবরে এ উদ্যোগ নেয়। কিন্তু ব্যর্থ হয়। টেলিভিশনে ধারা ভাষ্যকার বলেন, মনে হচ্ছে পরিকল্পনা মতোই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। ২০০ টন তরল জ্বালানিবাহী রকেটটির নাম নুরি। এটি গ্রিনিচমান সময় ১৭০০ টায় গোহেউং উৎক্ষেপণকেন্দ্র  থেকে উৎক্ষেপণ করা হয়।

সর্বশেষ খবর