শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কার অর্থনীতি পুরোপুরি ধসে গেছে

একটি সমৃদ্ধ দেশ কীভাবে খুব দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে তার বড় উদাহরণ শ্রীলঙ্কা। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এরমধ্যেই মন্তব্য করেছেন, শ্রীলঙ্কার অর্থনীতি পুরোপুরি ধসে গেছে। কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি ও বিদ্যুতের ঘাটতির কারণে ঋণ জর্জরিত শ্রীলঙ্কার অর্থনীতির এই হাল হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির পার্লামেন্টে লঙ্কান আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, দেশ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে শুধু ঘাটতির কারণেই। তিনি সতর্ক করে বলেছেন, এই ধস একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে। দ্বীপ রাষ্ট্রটির চলমান সংকটকে কয়েক দশকের মধ্যে ভয়াবহ হিসেবে বলা হচ্ছে। তবে বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে নতুন কোনো অগ্রগতির কথা জানাননি লঙ্কান প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর