রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

ভারতের মহারাষ্ট্র উত্তপ্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা

ভারতের মহারাষ্ট্র উত্তপ্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা

হুমকি দিয়েছিলেন শিবসেনার শীর্ষ নেতারাই। বলেছিলেন, প্রয়োজনে লড়াই হবে ময়দানে। সে অনুযায়ী প্রতিরোধ শুরুও হয়ে গেল মহারাষ্ট্রে। মুম্বাইয়ে কয়েকটি স্থানে বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের বাড়ি ও কার্যালয় আক্রান্ত হওয়ার পর গতকাল ১৪৪ ধারা জারি করা হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, বিয়ে, সামাজিক অনুষ্ঠান, সিনেমা হাউস, অফিস-কাছারি বা শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জায়গা ছাড়া চারজনের বেশি জমায়েত আপাতত নিষিদ্ধ। রাজনৈতিক প্ররোচনা জোগায় ও উত্তেজনা বাড়ে এমন কোনো পোস্টার, ব্যানার বা হোর্ডিংও লাগানো যাবে না। অশান্তি সৃষ্টির অভিযোগে রাজ্যে কয়েকজনকে আটকও করা হয়েছে। মুম্বাই পুলিশের এমন সিদ্ধান্তের কারণ শিবসেনা কর্মী-সমর্থকদের রাস্তায় নেমে পড়া। শুক্র ও শনিবার বেশ কয়েকজন বিক্ষুব্ধের বাড়ি-অফিস আক্রান্ত হয়। পুলিশের হস্তক্ষেপে বড় কোনো ঘটনা না ঘটলেও গুয়াহাটির শিবিরে থাকা বিক্ষুব্ধ ব্যক্তিরা চিন্তিত। কারও কারও বাড়ির সামনে অবিরাম বিক্ষোভ চলছে। পরিবারের সদস্যদের হুমকিও দেওয়া হয়েছে। পুনেতে এক বিক্ষুব্ধ বিধায়কের অফিসে হামলা হয়। বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে এ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে বলেন, তাদের সঙ্গে থাকা ৩৮ জন বিধায়কের নিরাপত্তা রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। যদিও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ওই অভিযোগ অস্বীকার করেন।

সত্যতা যাই হোক এটা স্পষ্ট, বিক্ষুব্ধদের মোকাবিলায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সংগঠনকে ব্যবহার করতে উঠেপড়ে লেগেছেন।

সর্বশেষ খবর