রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

করোনার বিরুদ্ধে জয়ী সাংহাই স্কুল খুলছে বেইজিংয়ে

করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় ঘোষণা করল সাংহাই। গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো অঞ্চলটিতে একজনও করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে গতকাল  বেইজিং-এর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো খুলে দিচ্ছে। গত কয়েক মাস ধরে করোনা মোকাবিলায় রীতিমতো হিমশিম খেয়েছে চীন। করোনা নিয়ন্ত্রণে যেসব শহরে সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছিল বেইজিং ও সাংহাই তার অন্যতম। এ খবর আরব নিউজের। খবরে জানানো হয়, গত মার্চ থেকে মে মাস পর্যন্ত করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ বয়ে যায় চীনের ওপর দিয়ে। দীর্ঘ দুই মাস লকডাউনে আটকা ছিল সাংহাই। গত ১ জুন এই লকডাউন তুলে নেওয়া হয়।  দেশটি করোনার বিরুদ্ধে ‘জিরো-কভিড’ নীতিতে বিশ্বাসী। এই রোগটি প্রথম শনাক্ত হয়েছিল এই চীনেই। কিন্তু প্রথম দিকে তারাই এই রোগ নিয়ন্ত্রণে সব থেকে সফলতার পরিচয় দিয়েছিল। সমগ্র বিশ্ব যখন করোনার কাছে হার মানতে বাধ্য হয়, তখনো চীনে অল্প কয়েক হাজার মানুষের মধ্যে আটকে ছিল আক্রান্তের সংখ্যা। তবে এবার চীনের কিছু অঞ্চলে ভয়াবহ আকারে করোনা ছড়িয়ে পরে। আর তা নিয়ে উঠে পরে লেগেছিল কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর