সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

৩০ হাজার বছরের পুরনো ম্যামথ শাবক

৩০ হাজার বছরের পুরনো ম্যামথ শাবক

পৃথিবীতে এক সময় দাবড়িয়ে বিশাল আকৃতির লোমশ হাতির দল। বর্তমান যে হাতি দেখা যায় তার চেয়ে অনেক বড় ছিল তাদের আকৃতি। বরফযুগে এর অস্তিত্ব ছিল। সম্প্রতি ম্যামথ শাবকের একটি মমি কানাডায় আবিষ্কৃত হয়ছে। এটি ৩০ হাজার বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার কানাডার ইয়ুকোন অঞ্চলের ক্লোনদিকে এলাকার একটি স্বর্ণখনির শ্রমিকরা এর সন্ধান পান। উত্তর আমেরিকা অঞ্চলে এ ধরনের আবিষ্কারের ঘটনা এটাই প্রথম। এর আগে ওই অঞ্চলে মমি অবস্থায় ম্যামথ শাবকের দেহের অংশবিশেষ পাওয়া গিয়েছিল শুধু। বিশ্বে এখন পর্যন্ত বরফযুগের আশ্চর্যজনক যত মমিকৃত প্রাণীর সন্ধান পাওয়া গেছে, তার একটি এটি।’

সর্বশেষ খবর