সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

আরও ক্ষমতায় থাকতে চান বরিস

আরও ক্ষমতায় থাকতে চান বরিস

কভিড লকডাউনের মধ্যে মদের পার্টি আয়োজন ও তার জেরে উপনির্বাচনে হার নিয়ে দলের ভিতরে-বাইরে ব্যাপক চাপে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, তার লক্ষ্য হচ্ছে আগামী দশকের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় থাকা। এই আকাক্সক্ষা পূরণ করতে পারলে তিনিই হবেন ২০০ বছরের মধ্যে একটানা সবচেয়ে বেশি সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে থাকা রাজনীতিক। অথচ চলতি মাসের শুরুতেই দলের ভিতর নেতৃত্বের পরীক্ষায় বসতে হয়েছিল তাকে; ৪১ শতাংশ রক্ষণশীল আইনপ্রণেতা তার বিরুদ্ধে অবস্থানও নিয়েছিলেন। পার্লামেন্টকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছেন, এমন অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও চলছে। বিবিসি লিখেছে, সম্প্রতি হওয়া উপনির্বাচনে দুটি আসন হাতছাড়া হওয়ার পর দলের প্রভাবশালী অনেক সদস্যও তার বিরুদ্ধে মুখ খুলেছেন, তবুও দায়িত্ব ছাড়তে নারাজ জনসন।

সর্বশেষ খবর