বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

আগামী দুই সপ্তাহ শ্রীলঙ্কায় জ্বালানি তেল বিক্রি বন্ধ

আগামী দুই সপ্তাহ শ্রীলঙ্কায় জ্বালানি তেল বিক্রি বন্ধ

দুই দিন আগেই জানানো হয়েছিল দেশে যে তেলের মজুদ আছে তা দিয়ে মঙ্গলবার পর্যন্ত চাহিদা মেটানো যাবে। এর মধ্যে কোনো দেশ থেকে তেল পাওয়া না গেলে তা চরম সমস্যার সৃষ্টি হবে। হচ্ছেও তাই। ফলে জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার। শুধু জরুরি পরিষেবায় নিয়োজিত গাড়িগুলো একমাত্র পেট্রোল, ডিজেল পাবে। এছাড়া বেসরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। শ্রীলঙ্কার সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, ‘আজ থেকে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি পরিষেবা ছাড়া কারও কাছে জ্বালানি তেল বিক্রি করা হবে না। কারণ যেটুকু তেল রয়েছে তা আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। অসুবিধার জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’ এদিকে গত সপ্তাহেই সব সরকারি স্কুল বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। কিছু অফিস স্বল্পসংখ্যক কর্মী দিয়ে চলছে। রবিবার সরকার জানিয়েছিল, এখন থেকে চাইলেই জ্বালানি তেল পাওয়া যাবে না। তবে এবার একেবারে তেল দেওয়াই বন্ধ করে দেওয়া হলো। ঘোষণা আসতেই বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। আজ থেকে কার্যত দ্বীপরাষ্ট্রটির সড়কগুলো গাড়ি শূন্য হয়ে যেতে পারে।

সর্বশেষ খবর